দ্বিতীয় টোয়েন্টিতে আফিফ হোসেনকে বল ছুঁড়ে মারার দায়ে পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদিকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি।
শনিবার ইনিংসের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে আফ্রিদিকে ছক্কা মারেন আফিফ হোসেন। পরের বল তিনি ডিফেন্স করেন। বল গড়িয়ে যায় আফ্রিদির দিকে। আফ্রিদি বল ধরেই স্টাম্পে ছুঁড়ে মারেন। আফিফ দিব্যি দাঁড়িয়েছিলেন ক্রিজে। রান নেওয়ার কোনো চেষ্টাই করেননি তিনি। তা সত্ত্বেও আফ্রিদি সজোরে বল ছোঁড়েন।
বল গিয়ে লাগে আফিফের পায়ের পেছন দিকে। তিনি সঙ্গে সঙ্গেই মাটিতে পড়ে যান। আফ্রিদিসহ পাক ক্রিকেটাররা আফিফের কাছে গিয়ে চোট গুরুতর কি না খোঁজ নেন বটে, তবে শাহিনের এমন আচরণ ক্রিকেটের স্পিরিটবিরোধী বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। পরে অবশ্য আফ্রিদি ব্যাটসম্যানের কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলেন।