কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দা থেকে ১৩টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত গরুগুলোর সিজার মূল্য আট লক্ষ ৪৫ হাজার টাকা এবং গরুগুলোকে নেত্রকোনা কাষ্টমস অফিসে জমা দেয়া হবে। তবে এ অভিযানে কোনা চোরাকারবারীকে আটক করতে পারেনি বিজিবি।
শনিবার (২০ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তি এসব তথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এএসএম জাকারিয়া।
বিজ্ঞপ্তিতে জানা যায়, জেলার কলমাকান্দা উপজেলায় ভারতীয় সীমান্তে অবস্থিত লেংগুড়া বিওপির (বর্ডার অবজারবেশন পোষ্ট) হাবিলদার মো. শফিকুল ইসলামের নেতৃত্বে আট সদস্যের একটি টহল দল দায়িত্ব পালন করছিল। নিজস্ব গোয়েন্দ তথ্যের ভিত্তিতে টহল দলটি সীমান্ত পিলার ১১৭১/২-এস হতে আনুমানিক একশ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে কালাপানি নাম স্থানে ফাঁদ পেতে থাকে। শনিবার ভোর ৪টার দিকে ভারতের দিক হতে চোরাকারবারীরা গরু নিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে।
এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে গরু রেখে দৌঁড়ে পালিয়ে যায় চোরাকারবারীরা। পরে ওই স্থান হতে ১৩টি ভারতীয় গরু জব্দ করে টহল দলের সদস্যরা।