আরিফুর রহমান, নলছিটিঃ
ঝালকাঠির নলছিটিতে এক করোনায় কর্মহীন হয়ে পড়া ব্যক্তির পাশে দাঁড়িয়েছেন অলাভজনক ফেইসবুক গ্রুপ নলছিটি পরিবার।উপজেলার কুশঙ্গল ইউনিয়নের মানপাশা এলাকার মো. আলতাফ হাওলাদার (৪৮) নামের ব্যক্তিকে উপহারস্বরুপ হিসেবে দেওয়া হয়েছে ভ্যানগাড়িটি।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর )বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গনে অনানুষ্ঠানিকভাবে ভ্যানগাড়িটি বুঝিয়ে দেওয়া হয় ।
এসময় নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রুম্পা সিকদার, নলছিটি পরিবারের এডমিন ও জেলা প্রশাসক কার্যালয়, নেত্রকোণা এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান সহ গ্রুপের এডমিন প্যানেলের অনন্য সদস্যরা উপস্থিত ছিলেন ।
নলছিটি পরিবারের এডমিন মেহেদী হাসান বলেন – সমস্যা ও সম্ভাবনায় একসাথে থাকার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করেছিলো গ্রুপটি যার ধারাবাহিকতায় বিভিন্ন সামাজিক কাজে সহায়ক হিসাবে কাজ করে এর ২২০০০+ সদস্য ও এডমিন প্যানেল। ঈদ উপহার প্রজেক্টে আমরা বলেছিলাম স্থায়ী ইদ উপহারের কথা ও অভিপ্রায় প্রকাশ করেছিলাম ১২_মাসে_১২জন কর্মহীন ব্যক্তিকে কর্মসক্ষম করে গড়ে তোলার।
তবে কোভিড ও চাকরি সূত্রে এতদিন উপজেলার বাহিরে থাকার জন্য কিছু করতে পারি নাই, অবশেষে বুনিয়াদি প্রশিক্ষণনে অংশ হিসাবে গ্রাম সমীক্ষায় এসে ইউএনও স্যার ও ভলান্টিয়ার গ্রুপ নলছিটি পরিবার এর সহযোগিতায় একজন কর্মহীন ব্যক্তিকে একটি ভ্যানগাড়ি হস্তান্তর করা হয়েছে।