আরিফুর রহমান, নলছিটি:
ঝালকাঠিতে বাংলাদেশের বেসরকারি টেলিভিশন কাজী মিডিয়া লিমিটেডের দীপ্ত টিভির ৬ বছর পূর্তী অনুষ্ঠান পালিত হয়।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর )সকাল সাড়ে ১০ টায় নলছিটি জেলা পরিষদ মার্কেটের ২য় তলায় সাংবাদিক অফিসে আলোচনাসভা, দোয়া মোনাজাত ও কেক কাটা হয়।
জেলা প্রতিনিধি খালিদ হাসান তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মিলন কান্তী দাস, সাংবাদিক এই এম সিজার, খলিলুর রহমান,মিজানুর রহমান, ইব্রাহিম খান শাকিল, আমির হোসেন প্রমুখ।
এসময় যায়যায়দিন পত্রিকার নলছিটি প্রতিনিধি সাইদুল ইসলাম, আজকের পরিবর্তন পত্রিকার এস আর সোহেল, আমার সংবাদ পত্রিকার আরিফুর রহমান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ২০১৫ সালের ১৮ নভেম্বর দীপ্ত টিভি আনুষ্ঠানিক সম্প্রচার শুরু করে। তারপর থেকে গত ছয় বছর ধরে এই টিভি চ্যানেলটি বিভিন্ন ধরনের অনুষ্ঠান সম্প্রচার করে আসছে।
দর্শকদের রুচি ও ভালো লাগাকে গুরুত্ব দিয়ে দীপ্ত টিভি এখন পযর্ন্ত মান সম্পন্ন অনুষ্ঠান প্রচার করে আসছে।