কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : ময়মনসিংহ থেকে ট্রেনে করে জারিয়া রেল স্টেশনের আসেন ওমর ফারুক (২৩) নামে এক যুবক। ট্রেন থেকে নেমে বাবু নামে এক বন্ধুকে সাথে নিয়ে বিরিশিরি ও বিজয়পুর এলাকা ঘুরার জন্য নতুন মোটরসাইকেল দেখে সারাদিনের জন্য ভাড়া করেন। সারাদিন ঘুরাঘুরি শেষে বিকেলের দিকে বিজয়পুর এলাকায় কয়েক ঘন্টা বিভিন্ন স্থানে ঘুরাঘুরি করেন।
ঘুরাঘুরি শেষে সোমেশ্বরী নদী পার হবার সময় মোটরসাইকেল চালককে জুস খাওয়ান। নতুন মোটরসাইকেল করে যাত্রী নিয়ে যাবার পথে চালককে সুস্থ দেখেছিল স্থানীয়রা। কিন্তু সন্ধ্যার পরে দুর্গাপুর পৌরশহরের আত্রাখালী শ্মশানঘাট এলাকায় আসলে চালককে মাতালের মতো হেলে দুলে হাঁটার ভঙ্গি দেখে স্থানীয়দের সন্দেহ হয়। এলাকাবাসী তাদের পথরোধ করলে কৌশলে বাবু নামে একজন পালিয়ে যায় এবং ওমর ফারুককে আটক করে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
মঙ্গলবার (১৬ নভেম্বর) সন্ধ্যার পরে এমন ঘটনা ঘটেছে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা পৌরশহরে। আটক ওমর ফারুক ময়মনসিংহ সদর উপজেলার চরনীলক্ষিয়া ইউনিয়নের রশিদপুর গ্রামের জহিদুল ইসলামের ছেলে।
মোটরসাইকেল চালককে লাখ মিয়া (৩৪) পুর্বধলা উপজেলার জারিয়া পূর্বপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে। চালক অজ্ঞান অবস্থায় বর্তমানে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সৌরভ সাহা বলেন, আটক ওমর ফারুক পুলিশ হেফাজতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ময়মনসিংহ ব্রীজের মোড়ে চা দোকানে কাজ করে বলে জানিয়েছে। ভিকটিম হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।