আরিফুর রহমান,ঝালকাঠি:
“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল”এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ঝালকাঠি সরকারি কলেজের বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ নভেম্বর ) বেলা ১২ টায় কলেজ গেমস্ রুমে জাতীয় বিশ্ববিদ্যাল বরিশাল আঞ্চলিক কেন্দ্রের পরিচালক ড.অলক কুমার সাহা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অধ্যক্ষ প্রফেসর ইউনুস আলী সিদ্দিকীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো.হেমায়েত উদ্দিন।
এসময় শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক ইলিয়াস বেপারী,ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক আবদুস সালাম সহ কলেজের কর্মকর্তা,কর্মচারী উপস্থিত ছিলেন ।