দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নে কলেজের ক্লাস বন্ধ রেখে নৌকা প্রতীকের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী সভায় কলেজ মাঠে রান্না করে দুপুরে ভোজের ব্যবস্থাও করা হয়। ক্লাস বন্ধ রেখে নির্বাচনী সভা করায় ক্ষুব্ধ হয়েছে শিক্ষার্থীরা।

জানা যায়, গোসাইবাড়ী ডিগ্রি কলেজে নৌকার চেয়ারম্যান প্রার্থী সামছুল বারী শেখের নির্বাচনী সভার আয়োজন করা হয় গতকাল শনিবার সকালে। সকাল ১০টায় শিক্ষার্থীরা ক্লাস করতে এসে কেউ কেউ সভা মঞ্চ দেখে ফিরে গেছেন। ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল অনেক কম। দলীয় নেতাকর্মীদের আগমনে ক্লাসেও সমস্যার সৃষ্টি হয়। বিদ্যুৎ না থাকায় জেনারেটরের মাধ্যমে বিদ্যুতের ব্যবস্থা করায় বিকট শব্দে যে কজন উপস্থিত হয়েছিলেন তারাও হন নাজেহাল।

একদিকে যেমন কলেজ ক্যাম্পাসে মঞ্চ, দলীয় নেতাকর্মীর আগমন, মাইক, জেনারেটরের শব্দ, কলেজের বারান্দায় রান্নার আয়োজন করায় কলেজের পরিবেশ বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়। সভা চলাকালে কলেজ মাঠে ভুড়িভোজের জন্য বিশাল করে রান্নার কাজ শুরু হয় সেই সকালে। ১৬টি সসপ্যান ব্যবহার করা হয়। চারশত লোকের জন্য রান্না করা হয় মাংসের খিচুড়ি। সভা শেষে সেই খিচুড়ি কলেজ মাঠে বিশাল প্যান্ডেল করে খাবার হিসেবে পরিবেশন করা হয়। কলেজ খোলা থাকলেও আর কোনো ক্লাস হয়নি। নিমন্ত্রণ পাওয়া ব্যক্তিরা ভোজ করে ফিরে গেছেন।

গতকাল শনিবার দুপুর ১২টা ৪০ মিনিটে ক্লাস শেষ হওয়ার কথা থাকলেও কোনো ক্লাস না নিয়েই ১২টায় শিক্ষার্থীদের ছুটি দেয়া হয়। এবিষয়ে এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী সুমাইয়া আকতার জানায়, সকাল ১০টায় ক্লাস ছিল। লোকসমাগম, জেনারেটর এবং মাইকের শব্দে শিক্ষকের কোন কথায়ই শুনতে পাইনি। শব্দের কারণে স্যারও চুপ করে বসে ছিলেন।

এইচএসসি প্রথম বর্ষের ছাত্র শহিদুল ইসলাম জানায়, ১২টা ৪০ পর্যন্ত ক্লাস ছিল। কিন্তু এর কয়েক ঘণ্টা আগেই সমাবেশের কারণে ছুটি দেয়া হয়। বগুড়ার ধুনট গোসাইবাড়ী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বজলুর রশীদ বলেন, ক্লাস চলাকালে সভার আয়োজন করা হয়। তিনি জানান, স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নানসহ জেলা ও উপজেলার নেতারা ফোন দিয়েছিল। এখানে কি করার আছে তার।

গোসাইবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান জানান, অধ্যক্ষের নিকট থেকে অনুমতি নিয়েই সভার আয়োজন করেছেন। তবে ক্লাস চলার বিষয়টি জানা ছিল না। তবে সভায় এসে তিনি দেখলেন ক্লাস হচ্ছে। ওই নির্বাচনী সমাবেশে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক, সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন ও নৌকার প্রার্থী সামছুল বারীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version