দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনি উপজেলার সিডিখান ইউনিয়নের মিয়ারহাটে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিলন মিয়ার সমর্থকদের সঙ্গে অপর প্রার্থী চাঁন মিয়া সিকদারের সমর্থকদের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে।

এলাকাবাসী জানায়, এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ হয়েছে। এতে ওই এলাকায় আতঙ্কজনক পরিস্থিতি সৃষ্টি হয়।

অন্যদিকে অভিযোগ, বালিগ্রাম ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদের স্বতন্ত্র প্রার্থী আ. ছালাম খানের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরসহ ১০ সমর্থককে পিটিয়ে আহত করেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইসতিয়াক হোসেন তুষার খানের সমর্থকেরা। আ. ছালাম খানের বাড়ি বালিগ্রাম ইউনিয়নের ধোয়াসার গ্রামে।

আজ বুধবার দুপুরে একই সময়ে সিডিখান ও বালিগ্রামে সহিংসতার ঘটনা ঘটে।

দুই ঘটনায় গুরুতর আহত অবস্থায় কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন আলমগীর প্যাদা (৬০), সিরাজ প্যাদা (৪৫), মারুফ (১৭), ইলিয়াস সরদার (৬০), রুমা (৪০), মিজানুর (৫০), আদম সিকদার (৩৫), ইরান (৩৫), অপু (৩০), ওমর (৩৫), কালাম (৩৫) ও আব্দুর রহমান (৩০)। তবে আহতেরা কোন পক্ষের, তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আসফাক রাসেল বলেন, বালিগ্রাম ও সিডিখান ইউনিয়নের ঘটনার পর দ্রুত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় পরিস্থিতি শান্ত রাখার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version