দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

মোঃ রাসেল আহম্মেদ, বগুড়া প্রতিনিধিঃ
মাত্র ৫০ টাকা বকশিস কম দেয়ায় হাসপাতাল বেড থেকে অক্সিজেন মাক্স খুলে নেয়ায় বিকাশ চন্দ্র (১৭) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। চরম অমানবিক এই ঘটনাটি ঘটেছে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে।
মঙ্গলবার (০৯ নভেম্বর) রাত ১১টার দিকে শজিমেক হাসপাতালের ৩য় তলায় এঘটনা ঘটে।
মৃত বিকাশ চন্দ্র গাইবান্ধা জেলার সাঘাটা থানার পুটিমারি গ্রামের বিশু চন্দ্র কর্মকারের জানা গেছে, সংসারে অভাব অনটনের কারণে বিকাশ লেখাপড়ার পাশাপাশি একটি ওয়ার্কসপে কাজ করতো। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বাইসাইকেল যোগে বাড়ি ফেরার পথে একটি মটরসাইকেলের সাথে সংর্ঘষে বিকাশ মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়। তাকে সাঘাটা উপজেলা হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য রাত ১০টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বিকাশের কাকা শচিন চন্দ্র কর্মকার জানান, হাসপাতালের জরুরী বিভাগের কার্যক্রম শেষ করে অক্সিজেন সহ রোগী তৃতীয় তলায় নিয়ে যাওয়া হয়। ট্রলি বহনকারী হাসপাতালের কর্মচারী দুলু রোগী বেডে পৌঁছে দেয়ার পর ২০০ টাকা বকশিস দাবি করে। এসময় বিকাশের বাবার কাছে থাকা ১৫০ টাকা দেয়। তাদের কাছে আর কোন টাকা না থাকার কথা জানালে কর্মচারী দুলু রোগীর মুখ থেকে অক্সিজেন মাক্স খুলে দেয়। এতে ৫ মিনিটের মধ্যে রোগী মারা গেলে অন্যান্য রোগীর লোকজন ওই কর্মচারীর উপর চড়াও হলে হাসপাতালে কর্মরত আনসারদের সহায়তায় পালিয়ে যায় দুলু।
শজিমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শামিম বলেন, রোগীর মৃত্যুর পর সেখানে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে পুলিশ তৃতীয় তলায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। কিন্তু পুলিশ পৌঁছার আগেই ওই কর্মচারী পালিয়ে যায়। পালিযে যাওয়া কর্মচারী দুলু হাসপাতালে আউট সোর্সিংএ নিয়োগপ্রাপ্ত। মৃত বিকাশের মরদেহ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version