মো. আরাফাত রহমান, জাককানইবি প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) কলা অনুষদের ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ‘শিক্ষক বরণ, শিক্ষার্থীদের পুরষ্কার প্রদান ও চলচ্চিত্র প্রদর্শনী’ শীর্ষক মোটিভেশনাল সেমিনার অনুষ্ঠিত হয়েছে । ০৯ নভেম্বর মঙ্গলবার সকাল ১০.৩০ ঘটিকায় নিজস্ব বিভাগেই এই সেমিনারটি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাককানইবি উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান । ফিল্ম এন্ড মিডিয়ায় পড়ার আগ্ৰহ প্রকাশ করে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জীবনকে বাস্তবিকভাবে উপস্থাপন করতে ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগে পড়ার আগ্রহ রয়েছে ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো জালাল উদ্দীন, ট্রেজারার,প্রফেসর আহমেদুল বারী, ডিন কলা অনুষদ, প্রফেসর ড. মো নজরুল ইসলাম, সামাজিক বিজ্ঞান অনুষদ,প্রফেসর ড. উজ্জ্বল কুমার প্রধান, প্রক্টর,ড তপন কুমার সরকার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা। স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবির, সভাপতিত্ব করেন প্রধান ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজের বিভাগীয় প্রধান মাহমুদা সিকদার । এছাড়াও উপস্থিত ছিলেন নিজস্ব বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মাশকুরা রহমান, প্রভাষক ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগ।