আবদুল হান্নান, ভোলা:
ভোলা সদর পূর্ব ইলিশা লঞ্চঘাট থেকে বিশেষ অভিযান চালিয়ে ৪ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ এক যুবককে আটক করেছে ভোলা ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি পুলিশ টিম।
সোমবার (৮ নভেম্বর) দুপুর ১টা ৫০ঘটিকায় ইলিশা তদন্ত কেন্দ্রের এসআই(নিঃ) মোঃ ফরিদ, এসআই(নিঃ) মোঃ সিদ্দিকুর রহমান, এএসআই মাইনুল হাসান সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করে চার কেজি(৪) মাদকদ্রব্য গাঁজাসহ হেমায়েত হোসেন (৩৫) নামে মাদক ব্যবসায়ীকে আটক করেন।
আটককৃত মাদক ব্যবসায়ী হেমায়েত হোসেন পটুয়াখালীর জৈনকাটি এলাকার মোঃ তৈয়ব আলী মুন্সির ছেলে।
অভিযানে পুলিশ১টি কালো রংয়ের স্কুল ব্যাগের ভিতর ২ পোটলায় ৪(চার) কেজি গাঁজা সহ তাকে গ্রেফতার করেন।
পুলিশের তথ্য সূত্রে জানা যায়, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আরো দুইটি মামলা রয়েছে।আসামীর বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন আছে।