মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুর শহরের বটতলা এলাকায় নির্মাণাধীন ৪ তলা ভবনের নিচ তলার একটি কক্ষে বোমা সদৃশ বস্তু রেখে মালিকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল।
রোববার (৭ নভেম্বর) বিকেলে ঢাকা থেকে র্যাব ও পুলিশের দুটি বোমা বিশেষজ্ঞ টিম ঘটনাস্থলে এসে পরীক্ষা-নিরীক্ষা শেষে জানায় বোমা সদৃশ ওই বস্তুটি বোমা নয়, ছিল বোমা তৈরীর ব্যাটারী ও সার্কিট।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মনিরুজ্জামান ফকির।
এ বিষয়ে তিনি বলেন, পুলিশ এবং র্যাবের দুটি বোমা বিশেষজ্ঞ টিম বিকেলে ঘটনাস্থলে এসেছে। বোমা সদৃশ বস্তুটি বোমা কিনা তা পরীক্ষা-নিরীক্ষা শেষে দেখা গেছে সেটি বোমা নয়, বোমা তৈরীর ব্যাটারী ও সার্কিট। কোনো বিস্ফোরক দ্রব্য নয়।
এ বিষয়ে মাদারীপুর পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, নির্মাণাধীন ভবনের নিচ তলার একটি কক্ষে কে বা কারা বোমা সদৃশ বস্তু রেখে বাড়ির মালিকের কাছে টাকা দাবি করে। বিষয়টি বাড়ির মালিক আমাদের জানালে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কে বা কারা বস্তুটি রেখে টাকা দাবি করেছে তা আমরা তদন্ত করে দেখছি।