নিজস্ব প্রতিনিধিঃ
৬ই নভেম্বর,শনিবার,বাংলাদেশ সময় রাত ৯ টায় চায়না বাংলাদেশ স্টুডেন্টস সোসাইটির আয়োজনে সংগঠনটির কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদের বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
চায়না বাংলাদেশ স্টুডেন্টস সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রাসেল আহম্মেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রুবায়েত আফসান রাফির সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চায়না বাংলাদেশ স্টুডেন্টস সোসাইটির উপদেষ্টা পরিষদের সদস্য দেশবরেণ্য গবেষক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে কর্মরত অধ্যাপক ড. এফ.এম আমিনুজ্জামান রিপন।
বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য যথাক্রমে, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমীর যুগ্ম পরিচালক ড. মোঃ আব্দুল মজিদ, চীনের চিউচিয়াং বিশ্ববিদ্যালয়ের এসোসিয়েট প্রফেসর ড. মোঃ আতিকুর রহমান এবং চীনের উছাং ইউনিভার্সিটি অফ টেকনোলজির এসোসিয়েট প্রফেসর ড. মোঃ মুনিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চায়না বাংলাদেশ স্টুডেন্টস সোসাইটির উপদেষ্টা পরিষদের সদস্য যথাক্রমে, চীনের নর্থ ওয়েস্টার্ন পলিটেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পিএইচডি গবেষক খাজা মোঃ খালিদ ও চীনের হেবাই মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলের সার্জারী ডিপার্টমেন্টের ওনারারি মেডিকেল অফিসার ডাঃ মোঃ নুরুল হুদা লিখন।
চায়না বাংলাদেশ স্টুডেন্টস সোসাইটির কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সংগঠনের সহঃ সভাপতি মোঃ আল আমিন বিপ্লব, অর্থ সম্পাদক আরাফাত হোসেন, তথ্য,প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আবু রায়হান, শিক্ষা ও স্বাস্থ্য সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল চয়ন, বিঞ্জান, প্রযুক্তি ও গবেষণা সম্পাদক আব্দুল্লাহ আল রাকিব, সমাজ কল্যাণ সম্পাদক এসএম ওয়ালিউল্লাহ তানিম,কার্যনির্বাহী সদস্য মোঃ আহসান হাবীব।
উক্ত আলোচনা সভায় উপস্থিত সভাপতি,প্রধান অতিথি, বরেণ্য অতিথি, সম্মানিত অতিথিসহ আলোচকবৃন্দ চায়না বাংলাদেশ স্টুডেন্টস সোসাইটির ওয়েবসাইট ডেভেলপমেন্ট, স্কলারশিপ সেমিনার,চীনে বিনামূল্যে স্কলারশীপের ব্যবস্থা, গরিব ও মেধাবীদের শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান, চীন থেকে ডিগ্রী নেওয়া শিক্ষার্থীদের কর্মক্ষেত্রে প্রবেশে সহায়তা, সংগঠনের ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠান, বিভিন্ন প্রোগ্রামের পুরস্কার বিতরণ অনুষ্ঠান, শীতকালীন বনভোজনসহ গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
চায়না বাংলাদেশ স্টুডেন্টস সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রাসেল আহম্মেদ আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন, মিটিংটির মাধ্যমে সংগঠন আবারো নতুন উদ্দীপণায় এবং তারুণ্য ও অভিজ্ঞ উপদেষ্টা পরিষদের সদস্যদের সৃজনশীল চিন্তাচেতনাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে অনেক বৃহৎ আকারে শিক্ষামূলক,সামাজিক, স্বেচ্ছাসেবী এবং মানবিক কাজগুলো করবে ইনশাআল্লাহ।
সেই সাথে যাদের শ্রম,মেধা,অর্থ এবং সার্বিক সহযোগিতায় চায়না বাংলাদেশ স্টুডেন্টস সোসাইটি একটা শক্তিশালী প্লাটফর্মে রুপান্তরিত হয়েছে, তাদের সকলের প্রতি অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য!
জয় হোক মানবতার, জয় হোক মানবতার কল্যাণে চায়না বাংলাদেশ স্টুডেন্টস সোসাইটির প্রতিটি মেধাবী ও পরিশ্রমী সদস্যদের,এই স্লোগান ও মূলনীতিকে সামনে রেখে সবার কাছ থেকে সহযোগিতা কামনা করেছেন সংগঠনটির সভাপতি মোঃ রাসেল আহম্মেদ ও সাধারণ সম্পাদক মোঃ রুবায়েত আফসান রাফিসহ সংগঠনটির কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদের সকল সদস্যবৃন্দ।