দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

আরিফুর রহমান,ঝালকাঠি প্রতিনিধি:  নানা জল্পনা-কল্পনার অবশান ঘটিয়ে অবশেষে ঝালকাঠি জেলা শাখার ২৯ সদস্যের কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এ কমিটির সভাপতি-সম্পাদক ছাড়াও সহ-সভাপতি ১২ যুগ্ম-সম্পাদক ৮ এবং সাংগঠনিক সম্পাদক ৭ জনের নাম ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩০ অক্টোবর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নতুন কমিটি ঘোষণার তথ্য জানানো হয় । এক বছরের জন্য অনুমোদন দেয়া ঝালকাঠি জেলা ছাত্রলীগের এ কমিটিতে আবদুল্লাহ আল মাসুদ মধু সভাপতি এবং তরিকুল ইসলাম পারভেজ কে সাধারণ সম্পাদক করা হয়েছে।

এছাড়া সহ-সভাপতি হলেন- পঙ্কজ কুমার দে,সোহাগ খান সরওয়ার, শেখ সজিব , উজ্জ্বল মজুমদার , নাদিম মাহমুদ, মেহেদী হাসান অনিম,রুহুল আমিন, তরিকুল ইসলাম তারেক, রুবেল সিকদার, রেজাউল করিম সাদ্দাম , আলী ইমাম খান অনু, জুলফিকার আলি রকি।

যুগ্ম-সম্পাদক হলেন-আতিকুল ইসলাম হৃদয় , রইস আহমেদ অন্তু, অভিজিৎ শাহ শান্ত, তওহীদুল ইসলাম, শুভাশিস সেন গুপ্ত, রেদোয়ান মুবিন রিথন, আলফি শাহরুন শুভ, আতাউর রহমান খান মাইনুল।

সাংগঠনিক সম্পাদক হলেন-তজবী তরিকুল মুছা, মিজানুর রহমান আপন, আসাদুজ্জামান সৌরভ, নয়ন চন্দ্র বাড়ৈ,মাহিদুল ইসলাম মিশুক, কাজী সাজিদুল ইসলাম, চৌধুরী সোহান আহম্মেদ সাদ্দাম ।

জানাগেছে,সর্বশেষ ২০১৫ সালের ২০ জুলাই শফিকুল ইসলাম শফিক ও এস এম আল-আমীনকে সভপতি-সম্পাদক করে ঝালকাঠি জেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছিল। অবশেষে জেলা ছাত্রলীগের ওই কমিটির প্রায় ৬ বছর ৩মাস পরে এ কমিটি দেয়া হলো।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version