শ্রী শ্রী নাম ঠাকুরবাণী পরমপুরুষ বৈষ্ণবাচার্য্য প্রভু রাজগোবিন্দ রাজেন্দ্র রাজা গোঁসাই’র কনিষ্ঠ পুত্র প্রভু কুমার শ্রী শ্রী মনমোহন গোবিন্দ গোস্বামী (৪০) হ্যার্ট অ্যাটাক করেছেন।
প্রভুর ভক্তদের সূত্রে জানা যায়, তিনি গত ২৩ অক্টোবর, শনিবার সুনামগঞ্জ নতুনপাড়া নাম-সংকীর্তন সমাপ্ত করে ঠাকুরবাণীর শ্রীধাম হরিস্মরণে ফেরার পথে গাড়িতে হঠাৎ অসুস্থতা বোধ করেন।
তৎক্ষণাৎ মৌলভীবাজার যাওয়ার পর প্রভুর চরণাশ্রিত বাক্য কুমার অরুণ কুমার দাসের পরামর্শে ইসিজি করা হয়, তখন ইসিজিতে হ্যার্টে সমস্যা ধরা পড়ায় উনাকে রাত দুইটার সময় সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়, বর্তমানে তিনি ডঃ আক্তারুজ্জামান এর তত্ত্বাবধানে আছেন।
পরিবারের সদস্য নিতাই গোবিন্দ গোস্বামী, শ্রী শ্রী নাম ঠাকুরবাণী প্রভু রাজগোবিন্দ রাজেন্দ্র রাজা গোঁসাই’র সকল সেবক-সেবিকা ও ভক্তবৃন্দের কাছে প্রভু কুমার শ্রী শ্রী মনমোহন গোবিন্দ গোস্বামীর জন্য আরোগ্যের কামনা করেন।
উনার অসুস্থ হওয়ার খবর পেয়ে দেশের বিভিন্ন স্হান থেকে মাউন্ট এডোরা হাসপাতালে শত শত ভক্তবৃন্দের ভিড় জমে যায়। ম্যানেজমেন্ট এর কাছে উনার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে, প্রভুর চরণাশ্রিত বাক্য কুমার ডঃ অপু ধর জানান, উনি এখন আগের চেয়ে মোটামুটি ভালো আছেন, ৭২ ঘন্টা না গেলে আশঙ্কা মুক্ত বলা যাচ্ছে না, তবে উনাকে এখন নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
শ্রী শ্রী ঠাকুরবাণীর শ্রীধামের নির্দেশনায় ঠাকুরবাণীর সকল থলায় নাম সংকীর্তন, জীবনী পাঠ, পুথি পাঠ ও সমবেত ভাবে প্রার্থনা করা হয়েছে।