দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

সিলেট ট্যুরিস্ট ক্লাব এর ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ২৪ অক্টোবর ২০২১ইং, রবিবার সন্ধ্যায় নগরীর বারুদখানা রোডে একটি অভিজাত হোটেলে আলোচনা সভা ও ফ্যামেলি নাইট অনুষ্ঠিত হয়।

সিলেট ট্যুরিস্ট ক্লাবের সভাপতি মোঃ কামরুল ইসলাম এর সভাপতিত্বে ও ক্লাবের সাধারণ সম্পাদক শাহীন আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের পরিচালক বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব মোঃ কাপ্তান হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্যুরিস্ট পুলিশ সিলেট জোনের পরিদর্শক আক্তার হোসেন, কুশিয়ারা কনভেনশন হলের স্বত্বাধিকারী বিশিষ্ট শিল্পপতি ও ক্লাবের উপদেষ্টা হুমায়ূন আহমদ।

সিলেট ট্যুরিস্ট ক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মওদুদ আহমদের কোরাআন তেলাওয়াত ও সিনিয়র সহ-সভাপতি মোঃ আল মামুনের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহ-সভাপতি মকসুদুর রহমান চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপ-কমিটির আহবায়ক মাজহারুল ইসলাম সাদী, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম রূপন, সহ-সাংগঠনিক সম্পাদক শাহ্ তাজুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ এনামুল কবির, ট্যুর সম্পাদক রুবাইয়াত মোঃ ফখরুল হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ জাবেদ আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল মোমিন, আইন বিষয়ক সম্পাদক শাহ্ রুম্মানুল হক, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক নুরুল মুত্তাকিন, আপ্যায়ন সম্পাদক তৌহিদুল ইসলাম, সহ আপ্যায়ন সম্পাদক রাহাত খান, নির্বাহী সদস্য জালাল আহমদ, কে এম হাফিজুর রহমান সাহাব উদ্দিন শিহাব, আবুল ফজল, সদস্য খয়রুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোশারফ হোসেন চৌধুরী মিশু, আফজাল হোসেন, আশরাফ হোসেন, সাংবাদিক এম রহমান ফারুক, সাহেদ আহমদ, আব্দুল মুমিন চৌধুরী, আব্দুল আজিজ রুমন, জুবায়েল ইসলাম, এড. আব্দুল্লাহ আল হেলাল, ফারুক আহমদ, কামরান হোসেন দ্বারা, শাহ্ মোঃ শামিম আহমদ, মোঃ ইলিয়াস আলী, প্রমুখ।

আলোচনা সভা শেষে ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা, র‌্যাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ক্লাবের প্রথম আজীবন সদস্য জিয়াউর রহমানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী সবাইকে ক্লাবের উপদেষ্টা বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী পক্ষ থেকে বই উপহার দেয়া হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version