সাদকপুর উচারগাঁও কলিমশাহ বাউল সংঘ আজ শুক্রবার বেলা ৩টায় সিলেট গুলশান হোটেল সংলম পয়েন্টে ঘন্টা ব্যাপী মানববন্ধন করে ও মিথ্যা মামলার প্রতিবাদ জানায় । কলিম শাহ বাউল সংঘের উপদেষ্টা মো আব্দুল হান্নানের পরিচালয় এ সময় বক্তব্য রাখেন বাউল সিরাজ উদ্দিন, সিতন বাবু, বিরহী লাল মিয়া, সোভাগ্য দেবী, উদাসী মুজিব, জুয়েল আহমদ, সুর্য লাল বাবু, আলী আমজাদ, সাজিদ মিয়া, শফিক মিয়া, আতাবুল মিয়া, হানিফ মিয়া, ছমির উদ্দিন, আফতারুল, হিবাস দাস, শফিক উদ্দিন, জবান আলী,, তছকির আলী, শাহ জাহান মিয়া, গিতিকার আবুল কাহার, ডোল বাদক সামছুদ্দিন, মন্দিরা বাদক আজির উদ্দিন, কফিল উদ্দিন নাট্যকার সাহেদ মোশারফ খটাই প্রমুখ। বক্তারা ষড়যন্ত্র মুলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান বক্তারা। (প্রেস বিজ্ঞপ্তি)
সিলেট বিভাগিয় বাউল কল্যাম সমিতির সভাপতি বাউল কামাল উদ্দিন রাসেলকে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে বন্ধি করা হয়েছে বলে জানান বাউল সংঘের শিল্পিরা। তাদের দাবী অনতিবিলম্বে তাকে মুক্তি দিতে হবে।
কলিম শাহ বাউল সংঘের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবুল আজাদের সার্বিক ব্যবস্হাপনায় বাউল কামাল উদ্দিন রাসেলের মুক্তির দাবীতে মানববন্ধন অনুষ্টিত হয়েছে ।