বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪

পাচারকা‌লে নেত্রকোনা সীমান্ত থে‌কে তক্ষকসহ আটক ৬ জন

যা যা মিস করেছেন

স্টাফ রি‌পোর্টার : নেত্রকোনার সীমান্তবর্তী কলমাকান্দা উপ‌জেলার নয়নকা‌ন্দি নামক এলাকা ‌দি‌য়ে পাচারকা‌লে এক‌টি তক্ষকসহ ছয়জন‌কে আটক ক‌রে‌ছে বর্ডার গার্ড বাংলা‌দেশ (‌বি‌জি‌বি)। ১৬ ই‌ঞ্চি লম্বা ও ২৬০ গ্রাম ওজ‌নের তক্ষকসহ একা‌জে ব‌্যবহৃত দু‌টি মোটর সাই‌কে‌লের জব্দকৃত সিজার মূল‌্য ১৯ লক্ষ টাকা।

আটককৃতদের ম‌ধ্যে দুজন ক‌রে নেত্রকোনাসহ ময়মন‌সিংহ ও নর‌সিংদী জেলার বা‌সিন্দা। তারা হ‌লেন- ময়মন‌সিংহের ভালুকা উপ‌জেলার ভরাডোবা গ্রা‌মের মাহবুব আল‌মের ছে‌লে দে‌লোয়ার হো‌সেন (৩২) ও ত্রিশাল উপ‌জেলার কাঁঠাল রাজাবাড়ী গ্রা‌মের মো. আব্দুল জ‌লি‌লের ছে‌লে মো. সো‌হেল (৩৫), নর‌সিংদী পলাশ উপ‌জেলার হাসানহাটা গ্রা‌মের আকবর হো‌সেনের ছে‌লে মো. সুমন (৩৩) ও একই উপ‌জেলার শিলমা‌ন্দি গ্রা‌মের রিপন মিয়ার ছে‌লের মো. হৃদয় (২১) এবং নেত্রকোনার কলমাকান্দা উপ‌জেলার উড়াখাল গ্রা‌মের শাহজাহান আলীর ছে‌লে মো. ইমরান (২১) ও একই গ্রা‌মের কা‌শে‌মের ছে‌লে মো. দে‌লোয়ার হো‌সেন (২৫)।

শ‌নিবার (২৩ অ‌ক্টোবর) সকা‌লে এক প্রেস‌ বিজ্ঞ‌প্তি‌তে এতথ‌্য জানান নেত্রকোনা ব‌্যাটা‌লিয়‌নের (৩১ বি‌জি‌বি) অ‌ধিনায়ক লে. ক‌র্ণেল এএসএম জাকা‌রিয়া।

বিজ্ঞ‌প্তি‌তে জানা যায়, গত শুক্রবার দিনগত রাত সোয়া ১১টার দি‌কে কলমাকান্দার লেংগুরা বিও‌পির (বর্ডার অবজার‌বেশন পোষ্ট) না‌য়েব সু‌বেদার মিজানুর রহমা‌নের নেতৃ‌ত্বে আট সদ‌স্যের টহল দল দা‌য়িত্বপাল‌ন করছিল। গো‌য়েন্দা ত‌থ্যে সীমান্ত পিলার ১১৭০ হ‌তে আনুমা‌নিক চারশ’ গজ বাংলা‌দে‌শের অভ‌্যন্ত‌রে নয়নকা‌ন্দি নামকস্থা‌নে ফাঁদ পে‌তে থাকে বি‌জি‌বির সদস‌্যরা।

এসময় আটককৃত আসা‌মিদের‌কে দু‌টি মোটরসাই‌কে‌লে ক‌রে গা‌রো পাহা‌ড়ের দি‌কে যে‌তে দে‌খে টহল দল‌টি। তা‌দের পথ‌রোধ কর‌লে তারা পালা‌নোর চেষ্টাকা‌লে ছয়জন‌কে আটক ক‌রে বি‌জি‌বি।

জব্দকৃত তক্ষকসহ মোটরসাই‌কেল দু‌টি ও আটককৃত‌দের‌কে কলমাকান্দা থানায় হস্তান্তর করা হ‌বে বিজ্ঞ‌প্তি থে‌কে জানা গে‌ছে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security