দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

ইবি প্রতিনিধি: কুষ্টিয়া থেকে ঝিনাইদহ পর্যন্ত রাস্তা দ্রুত সংস্কারের দাবি জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্র মৈত্রী। বৃহস্পতিবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানায় তারা।

এসময় তাদের হাতে ‘কুষ্টিয়া টু খুলনা মহাসড়ক, অভিশাপ নাকি আশীর্বাদ’, ‘জনদূর্ভোগ দূর করতে রাস্তাঘাটের সংস্কার চাই’, ‘কুষ্টিয়া-ক্যাম্পাস রাস্তার দূরবস্থা, কবে হবে সুব্যবস্থা’ ‘রাস্তা কেন জলপথ, ঠিক কর সবার মত’, ‘রাস্তা যেন মৃত্যুকূপ, পিছে ছোটে মৃত্যুদূত’, বাসে কেন দোলনার স্বাদ, দূর্ভোগ মুছে যাক’ লেখা সম্ভলিত ফেস্টুন দেখা যায়।

মানববন্ধনে সংগঠনটির সভাপতি আব্দুর রউফ, সহ-সভাপতি আখতার হোসেন আজাদ, সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ পাপ্পু, দপ্তর সম্পাদক আশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুজাহিদ মোর্শেদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশিকুর রহমান, অনিক, ইমন, সাগর, রাজ্জাকসহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে সংগঠনটির সভাপতি আব্দুর রউফ বলেন, কুষ্টিয়া থেকে ক্যাম্পাস পর্যন্ত রাস্তা মরণফাঁদে পরিণত হয়েছে। এই রাস্তা নিয়ে হতাশা দীর্ঘদিনের। আগামী ২৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হবে। ক্যাম্পাসের বাসগুলোতে শিক্ষার্থীরা প্রতিনিয়ত যাতায়াত করবে। এতে মারাত্মক দূর্ঘটনাও ঘটতে পারে। যারা ক্লাস শেষে টিউশনি করায় তারাও বিপাকে পড়ছে। ৪৫ মিনিটের পথ যেতে সময় লাগছে দেড় থেকে দুই ঘন্টা। আমাদের আহ্বান, লাল ফিতার দৌরাত্মে যেন এই রাস্তার সংস্কার কাজ আটকে না থাকে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version