অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনুশীলন ম্যাচ খেলতে নামবে ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে অনুশীলন ম্যাচে জিতে বেশ আত্মবিশ্বাসী বিরাট কোহলীরা। বুধবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে নেটমাধ্যমে ছবি দিলেন ভারত অধিনায়ক। সেখানে উপস্থিত স্ত্রী অনুষ্কা শর্মা এবং মেয়ে ভামিকা।
ভামিকার একাধিক ছবি নেটমাধ্যমে দিলেও এখনও তার মুখ দেখা যায়নি। বুধবার কোহলী যে ছবি পোস্ট করলেন সেই ছবিটি ভামিকার পিছন দিক থেকে তোলা। মুখ দেখা যাচ্ছে না কোহলী-কন্যার। ধুসর রঙের ঢিলা গেঞ্জি, কালো হাফ প্যান্টে ঘরোয়া সাজ কোহলীর। অনুষ্কা পরেছেন জিন্স এবং কমলা হলুদ ডোরা কাটা জামা। প্রাতরাশ করছেন তাঁরা।
ছোট ভামিকাকে এক টেবিলে বসানোর জন্য বাচ্চাদের উঁচু চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। ইংল্যান্ড সফর, আইপিএল-এর পর টি ২০ বিশ্বকাপে কোহলীর সঙ্গেই রয়েছে তাঁর পরিবার।