কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : দেশ বরেণ্য কথা সাহিত্যিক ও মুক্তিযুদ্ধের সংগঠক এবং বাংলা একাডেমি ও একুশে পুরস্কার প্রাপ্ত খালেকদাদ চৌধুরী’র ৩৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মরহুমের ‘জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভা নেত্রকোনা সাধারণ গ্রন্থাগারের আয়োজনে এই গ্রন্থাগারে অনুষ্ঠিত হয়।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে শুরু হওয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পালের সঞ্চলানায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু (এমপি)। সভাপতিত্ব করেন নেত্রকোনার প্রশাসক কাজি মো. আবদুর রহমান।
এছাড়া আরো বক্তব্য রাখেন, খালেকদাদ চৌধুরীর ছেলে মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, অধ্যাপক ননী গোপাল, সহকারি অধ্যাপক নাজমুল কবির সরকার, লেখক হামিদুর রহমান, কবি খন্দকার অলি উল্লাহ, শারমিনা শারমিন নীলু, তানভিয়া আজিম, খাইরুল ইসলাম আকন্দসহ আরো অনেকে।
এতে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সাবেক সচিব উজ্জল বিকাশ দত্তসহ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, সরকারি-বেসরকারি এবং জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।