শনিবার সকালে মাদারীপুর সদর উপজেলা আছমত আলী খান মিলনায়তন হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, কৃষি কাজ আরও এগিয়ে নিয়ে যেতে হবে। তাই আমাদের সবাইকে একসাথে কাজ করে কৃষিকে এগিয়ে নিয়ে যাব।
পরে সর্বাধিক ইঁদুর নিধন ও কৃষি কাজে অবদান রাখায় আব্দুল খালেক নামে এক কৃষকে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক।
মাদারীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোয়াজ্জেম হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, বিশেষ অতিথি হিসেবে মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান মোঃ ওবাইদুর রহমান খান, মাদারীপুর পৌর মেয়র মোঃ খালিদ হোসেন ইয়াদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুদ্দিন গিয়াস ও অন্যান্যরা।