আমিনুল হক,সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ-সিলেট সড়কের রাবারবাড়ি এলাকায় রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধা নিহত । পুলিশ জানায় আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় ঐ নারী নীলপুর বাজারে রাস্তা পারাপারের সময় মোটর সাইকেলটি ঐ নারীকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে এ হতাহতের ঘটনাটি ঘটে। নিহতের নাম রেজিয়া খাতুন(৮০)। তিনি সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষনশ্রী ইউনিয়নের রাবার বাড়ি এলাকার মৃত এরশাদ আলীর স্ত্রী ।
এ ব্যাপারে সদর থানার ওসি (তদন্ত) মো. এজাজুল ইসলাম, জানান মোটরসাইকেলের ধাক্কায় তিনি মারা যান। লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।