শাহ মো জহরুল ইসলাম, বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও সাবেক ছাত্র উপদেষ্টা কাজী মসিউর রহমান রাজিব এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। আজ বুধবার (১৩ অক্টোবর) ঢাকা -পিরোজপুর মহাসড়কের নাজিরপুর থানার কবিরাজবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, তিনি তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে অটো রিক্সায় নিজ বাসা পিরোজপুর থেকে গোপালগঞ্জ রওনা দিয়েছিলেন। পথে একটি দ্রুতগামী বাস তাদের অটো রিক্সায় ধাক্কা দেয়। এতে উক্ত শিক্ষকের মাথার পিছনে গুরুতর আঘাত লাগে। তাৎক্ষণিকভাবে উক্ত শিক্ষককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা দেন।
অন্যদিকে, দুর্ঘটনায় তার সন্তানের দুটো পা ভেঙ্গে গেছে এবং তার স্ত্রী গুরুতর ভাবে আহত হয়েছেন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
এছাড়াও জানা যায়, কাজী মসিউর রহমানের মরদেহ খুলনা মেডিকেল থেকে তার বাসা পিরোজপুরে এ নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে, তার এমন আকস্মিক মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি এবং বিভিন্ন বিভাগের শিক্ষক,শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ শোক প্রকাশ করেছেন।