রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় তিন ছাত্রী নিখোঁজের ঘটনায় পল্লবী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় এরই মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- মো. তরিকুল্লাহ (১৯), মো. রকিবুল্লাহ (২০), জিনিয়া ওরফে টিকটকার জিনিয়া রোজ (১৮) ও শরফুদ্দিন আহম্মেদ অয়ন (১৮)।
রোববার (৩ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, গতকাল শনিবার ২ অক্টোবর এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে, মামলা নম্বর ৬। মামলাটি দায়ের করেন নিখোঁজ এক শিক্ষার্থীর বড় বোন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার পল্লবীর ১১ নম্বর প্যারিস রোডের সি-ব্লকের ১৮ নম্বর লাইন এলাকা থেকে তিন কলেজছাত্রী একসঙ্গে ‘নিখোঁজ’ হন। এ ঘটনায় টিকটক তারকা জিনিয়াসহ তিনজনের বিরুদ্ধে পল্লবী থানায় লিখিত অভিযোগ জানান ‘নিখোঁজ’ এক ছাত্রীর মা। বাকি দুজন হলেন- তরিকুল ও তার ভাই রকিবুল।
অভিযোগে বলা হয়, বিদেশে নেওয়ার প্রলোভন দেখিয়ে নারী পাচারকারীরা তিনজনকে ঘরছাড়া করেছে।