নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ বিগত ৩ দশক যাবৎ টাঙ্গাইলের নাগরপুর উপজেলা সদর হাট-বাজারে গণশৌচাগারের অভাব থাকা সত্বেও নেই কোন উদ্যোগ।
এ উপজেলায় সর্ব শেষ ৮০ দশকের শেষ দিকে নির্মান করা হয়েছিল গণশৌচাগার। এর পর থেকে রক্ষণাবেক্ষণের অভাবে এগুলো ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে আছে যুগের পর যুগ।
সদর বাজারে বেশ কয়েকটি মার্কেট গড়ে উঠলেও সেখানেও, নেই টয়লেট সুবিধা। কোন খাবারের দোকান, শপিং সেন্টার, বিপনি বিতান, কাঁচা বাজার, আড়ত কোন স্থানে নেই টয়লেট সুবিধা।
অথচ ১২ ইউনিয়নে ৩ লাখ লোকের বসবাস এ উপজেলায়। নাগরপুর উপজেলা ও আশেপাশের কমপক্ষে ৫ টি উপজেলার ক্রেতার আগমনে ঈদ, পূজার কেনাকাটায়, প্রতিদিন বিভিন্ন প্রয়োজনে বাজারে আসে হাজারো পুরুষ মহিলা ও শিশু। বাজারে এসে প্রকৃতির ডাকে সাড়া দিতে বিপাকে পড়ে সকলে।
বাজারের ক্রেতা ও বিক্রেতারা জানান, একবিংশ শতাব্দীর দারপ্রান্তে এসে বাজারের গণশৌচাগারের অভাবের কথা বলে শেষ করার মত নয়। আধুনিক নাগরিক সেবায় পাবলিক টয়লেট ব্যবস্থা নিত্য প্রয়োজনীয়। তাই এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি জরুরি।
এ বিষয়ে নাগরপুর উপজেলার ইউএনও সিফাত-ই জাহান বলেন, আমরা নাগরপুর বাজারে পাবলিক টয়লেট নির্মানের প্রস্তাবনা দিয়েছি। বাজেট পেলেই কাজ শুরু হবে। এছাড়াও মার্কেট মালিকদের সাথে কথা বলে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।