দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বিরিশিরি-শ্যামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে হাইওয়ে পুলিশের স্থায়ী টহল ব্যবস্থা, বিরিশিরি ও দুর্গাপুর সদরে প্রেসক্লাব মোড়সহ অন্যান্য গুরুত্বপূর্ণ মোড়ে স্থায়ী ট্রাফিক ব্যবস্থা এবং নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে দুর্গাপুর পৌরশহরে বিরিশিরি পিসিনল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে নিরাপদ সড়ক চাই উপজেলা শাখার আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

ঘণ্টাব্যাপি এ মানববন্ধনে বিরিশিরি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, বিরিশিরি পিসিনল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও সামাজিক সংগঠনের নেতবৃন্দ অংশগ্রহণ করেন। এতে সংগঠনের সাধারণ সম্পাদক ফেরদৌস আকঞ্জির সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি নুরুল আলম, দুর্গাপুর প্রেসক্লাব সভাপতি এস.এম রফিকুল ইসলাম রফিক, শ্রমিক নেতা নজরুল আকঞ্জি, সাংবাদিক রিফাত আহমেদ রাসেল, ৭নং ওয়ার্ড কাউন্সিলর এমরোজ হোসেন, শফিউল আলম স্বপনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় বক্তারা বলেন, সোমেশ্বরী নদী থেকে অপরিকল্পিতভাবে বালু পরিবহনের ফলে দুর্গাপুরবাসীর বহুল কাঙ্খিত বিরিশিরি-শ্যামগঞ্জ সড়ক আজ মৃত্যুপুরীতে রূপ নিয়েছে। অদক্ষ চালক আর ফিটনেসবিহীন গাড়ির চলাচলের ফলে প্রতিনিয়ত ঘটছে এই দুর্ঘটনা। এ সড়ক দিয়ে মানুষের নিরাপদ চলাচলা ও যানজট নিরসনে সু-পরিকল্পিত ট্রাফিক ব্যবস্থা নিশ্চিত করনে প্রশাসনের ঊর্ধ্বতন মহলের দৃস্টি আকর্ষন করেন বক্তারা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version