টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্ম দিন পালন করেছে।
২৮ সেপ্টেমবর মঙ্গলবার সকালে, দিবসটি উপলক্ষে নাগরপুর যদুনাথ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গাছের রোপন, গয়হাটা এতিমখানায় কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘ আয়ু কামনা ও তার পরিবারের সকল সদস্যের মঙ্গল কামনায় দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ইউএনও সিফাত-ই জাহান, নাগরপুর যদুনাথ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম সবুজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. ছানোয়ার হোসেন ছানা, উপজেলা আওয়ামী লীগের ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক মো. উজ্জ্বল হোসেন মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা।