সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের বিশ্বম্ভপুর উপজেলার মেরুয়াখলা মমিনিয়া ফাজিল মাদ্রাসায় প্রধানমন্ত্রীর জন্মদিন পালন। ২৮ সেপ্টেম্বর দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার গর্ভনিং বডির সভাপতি সুনামগঞ্জ সদর হাসপাতালের সহকারি পরিচালক ডাঃ মোঃ মাহবুবুর রহমান স্বপনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী প্রকৌশলী শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সুনামগঞ্জ মুহাম্মদ পারভেজ ইষেন, সরকারি এস সি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজ মোঃ মাশহুদ চৌধুরী। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সাইদ, সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, উপাধ্যক্ষ ভারপ্রাপ্ত কাজী আমিন আত তাফহীম, প্রভাষক নাহারিন খন্দকার, মাদ্রাসা গর্ভনিং কমিটির দাতা সদস্য আলী আহমেদ, গর্ভনিংবডির সদস্য মোশাহিদুল ইসলাম প্রমুখ