দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

ইমন সরকার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকা উপজেলায় বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু এবং হরিণ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপির বহিষ্কৃত আহ্বায়ক মোর্শেদ আলমের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।

আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত কয়েক দিন ধরে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি বাধা ও উত্তেজনা চলছিল। এর জেরে উপজেলার বিভিন্ন এলাকায় এর আগেও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, যা রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় চরম আকার ধারণ করে।

রোববার সন্ধ্যায় পৌর সদরের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত উপজেলা বিএনপি ও পৌর বিএনপির কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থী মোর্শেদ আলমের সমর্থকরা অতর্কিত হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনার পরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং দুই পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। পরবর্তীতে ধানের শীষের প্রার্থীর সমর্থকরা পৌর সদরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত স্বতন্ত্র প্রার্থীর প্রধান নির্বাচনী কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

এ সময় উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সিডস্টোর বাসস্ট্যান্ড এলাকায় ইউনিয়ন বিএনপির কার্যালয়, যুবদলের কার্যালয়, স্কয়ার মাস্টারবাড়ি এলাকাসহ উপজেলার বিভিন্ন স্থানে রাজনৈতিক কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনাও ঘটে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়ান এবং ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে দুই পক্ষের বহু নেতাকর্মী আহত হন।

সংঘর্ষের কারণে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে থাকলেও পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এ বিষয়ে নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করা ভালুকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন বলেন, “স্বতন্ত্র প্রার্থীকে প্রচারণার সময় ধাক্কা দেওয়াকে কেন্দ্র স্বতন্ত্র ও বিএনপির প্রার্থীর লোকজন একে অপরের দলীয় কার্যালয় ভাঙচুর করেছেন। সন্ধ্যায় এ গন্ডগোল শুরু হয়।”

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version