মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনিতে পালরদী নদীতে পড়ে নিখোঁজের ২২ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে আড়াই বছরের শিশু আরাফাতের মরদেহ।
আজ রবিবার (সেপ্টেম্বর-২৬) সকালে কালকিনি উপজেলার বদ্দারঘাট এলাকার পালরদী নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা।
মৃত শিশু আব্দুল্লাহ আরাফাত কালকিনি উপজেলার চর ঠেঙ্গামারা গ্রামের আলাই ভাণ্ডারীর ছেলে।
মাদারীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মাহাতাব হোসেন মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেন।
শিশুর বাবা আলাই ভান্ডারী দ্যা মেইল বিডিকে বলেন, ছেলেটাকে বাঁচাতে পারলাম না। এখন এটুকু সান্ত্বনা যে, জীবিত ছেলেকে না পাইলেও লাশটা দেখতে পাইছি। নদীতে স্রোত কম থাকলে হয়তো আমরা জীবিত ছেলেকে খুঁজে পাইতাম। সব দোষ আমাদের কপালের না হলে কিভাবে এমন ঘটনা ঘটে।
মাদারীপুর জেলা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মাহাতাব হোসেন দ্যা মেইল বিডিকে বলেন, প্রায় ২২ ঘণ্টা পর শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। নদীতে স্রোত বেশি থাকায় আমাদের উদ্ধার কাজে সময় বেশি লেগেছে।
উল্লেখ্য, গতকাল শনিবার সকাল ৯ টার দিকে ঘরের সামনে পালরদী নদীর তীরে খেলতে যায় শিশু আরাফাত। পরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। তখন ধারণা করা হয় সে পা পিছলে নদীতে পড়ে যেতে পারে। পরে কালকিনি থানা পুলিশের সহযোগিতায় মাদারীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা নদীর তিন কিলোমিটারজুড়ে উদ্ধারকাজ শুরু করে।