দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

স্টাফ রিপোর্টার : প্রকৃতি ও পরিবেশ রক্ষায় খোলা অবস্থায় যানবাহনে বালি পরিবহন বন্ধের দাবীতে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত পৌরসভার মোড়ে আইইডি’ ঢাকার সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘জনউদ্যোগ’ এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে।

মানববন্ধন চলাকালে এই দাবীর প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জনউদ্যোগের সিনিয়র সদস্য ও উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান খান, শিকড় উন্নয়ন কর্মসূচীর সভাপতি আফম রফিকুল ইসলাম খান আপেল, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক একেএম আব্দুল্লাহ্, বেসকারী সংগঠন আরবান’র নির্বাহী পরিচালক সৈয়দ আরিফুজ্জামান, প্রকৃতি বাঁচাও আন্দোলনের সভাপতি কবি তানভীর জাহান চৌধুরী, আরজেএফ’র সম্পাদক সুজাদুল ইসলাম ফারাস ও জনউদ্যোগের ফেলো শ্যামলেন্দু পাল।

মানববন্ধনে বক্তারা, অবিলম্বে ত্রিপালবিহীন যানবাহনে বালু পরিবহন বন্ধ ও জেলা শহরে দিনের বেলায় ট্রাক চলাচল বন্ধ রেখে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত পরিবহন ও লোড আনলোড করার জন্য স্থানীয় ট্রাফিক বিভাগ ও ট্রাক চালকদের প্রতি আহবান জানান।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version