স্টাফ রিপোর্টার : নেত্রকোনার কেন্দুয়ায় আব্দুল নৃরের নামে এক কৃষকের ৫টি গরু আগুনে পুড়ে ছাই হয়েছে। এ ঘটনাটি সোমবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বলাইশিমূল গ্রামে ঘটেছে। ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল নুর বলাইশিমূল গ্রামের মৃত শাজাহান মিয়ার ছেলে।
স্থানীয়দের সুত্রে জানা গেছে, গোয়াল ঘরে মশা তাড়ানো জন্য ধোয়া থেকে আগুনের সুত্রপাত হয়ে আগুনের লেলিহান শিখায় পুরো ঘরটি জ্বলে যায়। এসময় গোয়াল ঘরে থাকা কৃষকের ছোট বড় পাঁচটি গরুই পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় পরিবারসহ এলাকায় শোকের আবহ বইছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কেন্দুয়া থানা ওসি কাজী শাহ নেওয়াজ।