মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের রাজৈর পৌরসভাধীন হৃদয়নন্দী এলাকায় এক পাষন্ড স্বামীর চাপাতির কোপে স্ত্রী রিক্তা বেগম (২৫) গুরুতর আহত হয়।
পরে রিক্তা বেগমকে ফরিদপুরে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
পাষন্ড স্বামী একই উপজেলার ঘোষালকান্দি এলাকার বাদশা শেখ এর ছেলে লাভলু শেখ। ঘটনার পর থেকে লাভলু পলাতক রয়েছে।
আহতের ভাই হৃদয় বেপারী জানান, কয়েকদিন ধরে অসুস্থ হয়ে আমার মা রাজৈরে হাসপাতালে ভর্তি রয়েছে। শনিবার দিবাগত রাত আনুমানিক নয়টার দিকে ওদের লাভলু শেখের বাড়ি থেকে আমার বোন রাজৈর হাসপাতালে আসার পথে এ হামলা করে লাভলু।
তিনি আরও বলেন, আমার মা অসুস্থ হাসপাতালে ভর্তি। দুলাভাইকে আমার বোন মায়ের সেবা করার কথা বল্লে সে ক্ষিপ্ত হয়। পরে বাড়িতে এলে আমার বোন রিক্তা কে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। আমার গুরুতর আহত অবস্থায় ফরিদপুর হাসপাতালে ভর্তি রয়েছে। আমি এই ঘটনার সঠিক বিচার চাই।
রাজৈর থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন জানান, এখন পর্যন্ত কোন অভিযোগ করা হয়নি। ভক্তুভোগী পরিবার থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করবো।