কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সান্দিকোনা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চারটি ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল রাখা এবং যথাযথ নিয়ম না মেনে অ্যান্টিবায়োটিক বিক্রির অভিযোগে এই দণ্ড প্রদান করা হয়।
সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৫টায় উপজেলা প্রশাসন ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।
মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয় ও প্রদর্শন, নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণ, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্রার ছাড়াই ঔষধ বিক্রি মুলত: এসব বিষয় অভিযানের মূল লক্ষ্য ছিল।
অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কেন্দুয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাঈম-উল ইসলাম চৌধুরী। তার সাথে উপস্থিত ছিলেন ঔষধ তত্ত্বাবধায়ক খন্দকার হাফসা নাজনীন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ।
অভিযানে ‘ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩’ অনুযায়ী দোষী সাব্যস্ত করে চারটি ফার্মেসিকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা আদায়ের পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দ্রুত ড্রাগ লাইসেন্স নবায়ন এবং আইন মেনে ঔষধ বিক্রির কঠোর নির্দেশনা দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, জনস্বার্থে ও জনস্বাস্থ্য রক্ষায় এই ধরনের তদারকি ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।


