মো: হাবিবুর রহমান, নড়াইল প্রতিনিধি :
নড়াইলের লোহাগড়া উপজেলার চাচই ধানাইড়(সি,ডি) বাজারে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে ৬০০ গ্রাম গাঁজা সহ আটক করেছে লোহাগড়া থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে,গত ১৬ই সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার ওসি (তদন্ত) হরিদাস রায় এর নেতৃত্বে সঙ্গীয় এস আই জাহিদ হাসান,এস আই সুমন হাওলাদার, এসআই সুজিত সহ একটি চৌকস টিম বিশেষ অভিযান পরিচালনা করেন এবং গাঁজাসহ ওই দুই জনকে আটক করেন।
আটকৃতরা হলেন, বাঘার পাড়া থানার দাঁতপুর গ্রামের মোঃ মোকাদ্দেস মোল্ল্যার ছেলে জাকারিয়া হোসেন ( ২৫) এর ব্যাগ তল্লাশি করে (৫০০ গ্রাম) গাঁজা ও লোহাগড়া উপজেলার পার ছাত্রা গ্রামের মোবারক মোল্ল্যার ছেলে মোঃ সোহাগ মোল্ল্যা (২৫) এর প্যান্ট এর পকেট থেকে ১০০ গ্রাম গাঁজাসহ তাদের আটক করে।
এ ঘটনায় লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু হেনা মিলন ঘটনার সত্যতা স্বীকার করে জানান আটককৃতদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।