কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় সীমান্ত এলাকা থেকে ৩৬ লক্ষ ৮০ হাজার টাকা মূল্যমানের ভারতীয় কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত চোরাচালানী পণ্যের মধ্যে রয়েছে ১১ হাজার পাঁচশ’ পিস (২৫ কার্টুন) স্কীন শাইন ক্রীম। তবে এ অভিযানে কোন চোরাকারবারীকে আটক করতে পারেনি বিজিবি।
বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের অধিনায়ক (৩১ বিজিবি) লে. কর্ণেল এএসএম জাকারিয়া।
তিনি জানান, ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নে মুন্সিপাড়া বিওপি (বর্ডার অবজারবেশন পোষ্ট) অবস্থিত। এ বিওপির হাবিলদার মো. কামরুল ইসলামের নেতৃত্বে ছয় সদস্যের টহল দল দায়িত্ব পালনের সময় গত মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কড়াইগড়া নামক স্থানে ফাঁদ পেতে থাকে। সীমান্ত পিলার ১১৩৯/৯-এস হতে আনুমানিক চারশ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাথায় করে মালামাল নিয়ে আসতে দেখে টহল দলটি।
এসময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মালামাল রেখে পালিয়ে যায় চোরাকারবারীরা। পরে ফেলে রাখা মালামালের মধ্যে ১১ হাজার ৫০০ পিস ভারতীয় স্কীন শাইন ক্রীম জব্দ করে বিজিবির সদস্যরা। চোরাচালানকৃত পণ্যের সিজার মূল্য ৩৬ লক্ষ ৮০ হাজার টাকা এবং জব্দকৃত পণ্য নেত্রকোনা কাষ্টমস অফিসে জমা দেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানান তিনি।