আরিফুর রহমান, ঝালকাঠি :
ঝালকাঠিতে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি অনুযায়ী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যা সমাধান এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সের মেয়াদ ৪ বছর থেকে ৩ বছরে হ্রাসে শিক্ষা মন্ত্রণালয়ের আত্মঘাতি উদ্যোগ বন্ধ, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ডিপ্লোমা প্রকৌশলীদের প্রাথমিক নিযুক্তিতে বর্ধিত ইনক্রিমেন্ট ৫০% পদোন্নতি, জনকল্যাণকর অর্গানোগ্রাম প্রণয়নসহ ৪ দফা দাবী জানিয়েছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ ঝালকাঠি জেলা শাখা ।
বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
এসময় চার দফা দাবি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট চারটি মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে দাবির সপক্ষে জেলা প্রশাসক জোহর আলীর মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে ডিপ্লোমা প্রকৌশলী, ইঞ্জিনিয়ার-ছাত্র-শিক্ষক-পেশাজীবিরা অংশগ্রহণ করেন।