মো: হাবিবুর রহমান, নড়াইল প্রতিনিধি:
নড়াইলের কালিয়া থানাধীন শুক্তগ্রাম দত্তমোড় এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ৪৩ পিচ ইয়াবসহ একজন কে আটক করেছে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাতে মো: মামুন মুন্সি (২৫),নামে ওই যুবক কে ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে,নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপারের নির্দেশক্রমে গোপন তথ্যের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের চৌকস অফিসার সহকারী উপ-পরিদর্শক (এ এস আই) মো: মাহফুজুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এর সহযোগিতায় কালিয়া থানাধীন শুক্তগ্রাম দত্তমোড় এলাকায় অভিযান চালিয়ে আসামী মো: মামুন মুন্সি (২৫) কে ৪৩ পিচ ইয়াবাসহ আটক করেন। আটককৃত মো: মামুন মুন্সি (২৫),গোপালগঞ্জ জেলার,কাশিয়ানী থানার, চরফুকরা গ্রামের মো: বুলু মুন্সি এর ছেলে।
এ বিষয়ে নড়াইল জেলা গোয়েন্দা ডিবি পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এ এস আই) মো: মাহফুজুর রহমান বলেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামীকে ইয়াবাসহ আটক করেছি তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।