তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::
দীর্ঘ দিন পর খুলছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। করোনা মহামারীর ভীতির মধ্যেও শিক্ষার্থীদের মনে বাধ ভাঙা আনন্দ। অনেক দিন পর দেখা মিলবে প্রিয় বন্ধুদের সাথে, চলবে এক সাথে বসে পাঠদান গ্রহন। এ যেন এক ঈদের আনন্দের আমেজ। আর সেই খুশিতে বিদ্যালয় মুখী হচ্ছে শিক্ষার্থীরাও। শিক্ষাপ্রতিষ্ঠান খুলার প্রথম দিনে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রায়হান কবির।
রবিবার (১২ই সেপ্টেম্বর সকাল থেকে উপজেলা সদরে অবস্থিত মধ্য তাহিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয় ও তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে ইউএনও রায়হান কবির বিদ্যালয়ে উপস্থিত শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিতিত ছিলেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিপ্লব সরকার, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ,যুবলীগ নেতা আবুল কাশেমসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।