স্টাফ রিপোর্টার : একদিনে জিআর ওয়ারেন্ট ভূক্ত আসামি, মাদক সহ ১২ জনকে গ্রেফতার করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ। শনিবার (১১ সেপ্টেম্বর) গত ২৪ ঘন্টায় ওই থানা এলাকাভূক্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
পৌরশহরের নাগড়া এলাকা থেকে পাঁচ গ্রাম হোরোইনসহ মাদক ব্যবসায়ী শফিকুল ওরফে মোকলেছ (৪৯) ও মো. শুভ মিয়া (১৬) নামে আরেকজনকে আটক করা হয়।
পৃথক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে জিআর ওয়ারেন্টভূক্ত পাঁচ আসাম হলো- মো. সবুজ মিয়া (৫৩), মো. কালা চাঁন (৫৫), মো. মিয়া চাঁন (৪৮), মো. ফরহাদ মিয়া (৩৫) ও মো. ফরিদ মিয়া (৩০)।
এছাড়া বিভিন্ন মামলায় ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে আসামী সুজন চন্দ্র শীল (২৪), মো. শরীফ মিয়া (৩০), নজরুল ইসলাম খান (৬২), এমদাদুল হক খান (৩০) এবং ফজলুর রহমান খান (৬৫) এদেরকে গ্রেফতার করা হয়েছে।
এসব তথ্য নিশ্চিত করে নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, গ্রেফতারকৃত সকলকে বিভিন্ন মামলায় আজ (শনিবার) আদালতে প্রেরণ করা হয়েছে।