স্টাফ রিপোর্টার : নেত্রকোনার কলমাকান্দা থানা কমপ্লেক্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মৎস্য অবমুক্ত করেন ময়মনসিংহ বিভাগের মৎস্য বিভাগের উপ-পরিচালক ডা. আফতাব হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা মৎস্য কর্মকর্তা শাজাহান কবির, কলমাকান্দা উপজেলার মৎস্য কর্মকর্তা তাহমিনা খাতুন, ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান সহ পুলিশ সদস্যবৃন্দ।
কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, থানা কমপ্লেক্সে পুকুরটি পরিস্কার করে আড়াই হাজার মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।