স্টাফ রিপোর্টার : নেত্রকোনার পৌরশহর থেকে ঘরের সিঁধ কাটার মুলহোতা আরিফ (১৯) নামে চোরকে আটক করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে শহরের সাতপাই এলাকা থেকে তাকে আটক করা হয়।
এ সময় সিঁধ কাটার লৌহার কয়েকটি যন্ত্র, একটি করে স্বর্ণ মাপার স্কেল, মোবাইল, ট্যাব ও ব্যাগসহ একগুচ্ছ ছাবি ও বেশ কয়েকটি মোবাইলে ব্যবহৃত কভার জব্দ করেছে পুলিশ।
আটককৃত আরিফ সদর উপজেলার কুমড়ী গ্রামের আব্দুস সালামের ছেলে। তারে দেয়া তথ্যের ভিত্তিতে চোরাইকৃত মালামাল ক্রয়কারী তুহিনকে (২০) সাতপাই রেলক্রসিং এলাকা থেকে আটক করা হয়। সে একই এলাকার সোনাফর খানের ছেলে।
নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ সিঁদেল চুরির মুলহোতা আরিফকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, চোরাইকৃত মালামাল ক্রয়কারী তুহিনকেও আটক করা হয়েছে। রিমান্ড আবেদনসহ আটককৃত দুজনকে বিকেলে আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।