স্টাফ রিপোর্টার : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বাড়ির পাশে পুকুরে ডুবে প্রাণ গেল তোফা মনি (২) নামে এক শিশুর। তোফা মনি উপজেলার সদর ইউনিয়নের পূর্ব নলুয়াপাড়া গ্রামের কৃষক নুরুজ্জামানের মেয়ে।
বুধবার (১ সেপ্টেম্বর) সকালে নিহতের বাড়ির পাশে পুকুরে পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, তোফা মনির মা সকাল বেলায় রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এসময় বাড়ির উঠানে শিশুটি খেলারত অবস্থায় ছিল। বাড়ির লোকজনের অগোচরে শিশুটি বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। তোফা মনির মা রান্না ঘর থেকে বের হয়ে উঠানের তাকে না পেয়ে খোঁজাখুজি করেন।
খোঁজাখুজির এক পর্যায়ে সকাল ৯টার দিকে তোফা মনিকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন। পরে তাকে উদ্ধার করে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তোফা মনিকে মৃত ঘোষনা করেন।
দুর্গাপুর থানার ওসি মো. শাহনুর-এ আলম পানিতে ডুবে তোফা মনির মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইনানুগ প্রক্রিয়া শেষে মৃতদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের প্রক্রিয়াধীন।