স্টাফ রিপোর্টার : নিখোঁজের পরের দিন আফসানা মিতু মণি (১৯) নামে এক অনার্স পড়ূয়া ছাত্রীর লাশ উদ্ধার করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ। মিতু মণি নেত্রকোনা সদর উপজেলায় রৌহা ইউনিয়নে চরপাড়া গ্রামে নিহতের বাড়ির সামনের পুকুর থেকে শিক্ষার্থীর ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়।
আফসানা মিতু মণি ওই গ্রামের মো. শফিকুল ইসলাম তালুকদারের মেয়ে এবং তিনি নেত্রকোনা সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের অনার্স ১ম বর্ষে শিক্ষার্থী ছিলেন। এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যার আগে থেকে নিখোঁজ ছিলেন মিতু মণি।
শুক্রবার (২৭ আগস্ট) রাত ৮টার দিকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে রাত ১১টার দিকে মৃতদেহ নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মিতু মণি গত বৃহস্পতিবার সন্ধ্যার আগে বাড়ির সামনে পুকুর ঘাটে শাক ও মাছ ধুতে যান। বাড়িতে ফিরতে দেরি দেখে পরিবারের লোকজন খোঁজাখুজি করেন। এরপর থেকে নিখোঁজ ছিলেন মিতু মণি। পরের দিন শুক্রবার রাতে নিজের বাড়ির সামনে পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোরশেদা খাতুন কলেজ ছাত্রীর লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের কাছ থেকে জানতে পেরেছি মিতু মণি সাঁতার জানতো না। মৃতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।