স্টাফ রিপোর্টার : নেত্রকোনায় আইনাল হক (২২) নামে এক ড্রেজার (বালু উত্তোলনে যন্ত্র) শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে দুর্গাপুর থানা পুলিশ।
আইনাল হক দুর্গাপুর উপজেলায় কুল্লাগড়া ইউনিয়নে নলজোড়া গ্রামের আব্দুল সাত্তারের ছেলে। তিনি পাঁচ মাস বয়সি এক সন্তানের জনক এবং সোমেশ^রী নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের শ্রমিক ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানায়, আইনাল প্রতিদিনের ন্যায় গত সোমবার ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে রাতের বেলায় বাড়িতে আসেন। খাবার শেষে স্ত্রী ও সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েন। নিহতের স্ত্রী সকালে ঘুম থেকে ওঠে দেখেন আইনাল ঘরের আড়ার সাথে গলায় ওড়না প্যাঁচিয়ে ঝুলে রয়েছে। ডাক-চিৎকারে আশপাশের লোকজন তা দেখে পুলিশকে খবর দেয়।
দুর্গাপুর থানার ওসি মো. শাহনুর-এ আলম লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ নেত্রকোনা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। অপমৃত্যু মামলা দায়ের প্রক্রিয়াধীন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে সে অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।