স্টাফ রিপোর্টার : নেত্রকোনা বারহাট্টা উপজেলায় নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কে ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে চাচা ভাতিজা নিহত হয়েছেন। রবিবার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বারহাট্টার বড়ি ফিশারীপাড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চাচা মুরতুজ আলী (৬৫) মৃত কোরবান ডাক্তারের ছেলে ও ভাতিজা রুবেলা মিয়া হলেন জয়নাল আবেদনি ওরফে তারা মিয়া। তারা সকলে বারহাট্টা উপজেলার মোহনপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, চাচা ভাতিজা দুজনে মোটর সাইকেলযোগে মোহনগঞ্জ উপজেলা থেকে নিজ বাড়িতে আসতেছিলেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কের উপজেলার বড়ি ফিশারীপাড় নামক স্থানে মোহনগঞ্জগামী দ্রুতগতির ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে চাচা মুরতুজ আলী ও ভাতিজা রুবেল মিয়া ঘটনাস্থলে নিহত নিহত।
অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) সাইদুর রহমান জানান, মৃতদেহ উদ্ধার করে থানা আনা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে জানান তিনি।