স্টাফ রিপোর্টার : নেত্রকোনায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র মো. শহিদ মিয়া (৫১) নামে এক কৃষক নিহত হয়েছেন। রবিবার বিকেল ৩টার দিকে জেলার সদর উপজেলায় মাহাদেবপুর গ্রামের এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। নিহত শহিদ মিয়া একই গ্রামের মৃত ছবির উদ্দিনের ছেলে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শহিদ মিয়ার সাথে তার বড় ভাই মো. মুকবুল মিয়ার জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে রবিবার বিকেল তিনটার দিকে দুপক্ষের মধ্যে ঝগড়া হয়। এক পযায়ে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে শহিদ মিয়ার ওপর হামলা চালায়। এলোপাথারি কুপে শহিদ মিয়া ঘটনাস্থলেই মারা যান। এসময় শহিদ মিয়ার স্ত্রী শ্যামলা আক্তার (৪৫), ছেলে শাহিন মিয়া (২৫) ও অন্তঃসত্ত্বা ভাগনি হারুনা আক্তারসহ (২২) তিনজন আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনায় জড়িত অভিযোগে ছয়জনকে আটক করে। সন্ধ্যার দিকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, ‘ঘটনায় জড়িত অভিযোগে স্থানীয়দের সহায়তায় ছয়জনকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আনা হয়েছে।’ তবে তদন্তের স্বার্থে আটককৃতদের নাম পরিচয় জানা যায়নি।