স্টাফ রিপোর্টার : মাত্র ২০ টাকা চাওয়াকে কেন্দ্র করে চরথাপ্পর ও ঘুষির দুদিন পর অবশেষে মারা মারা গেলেন মোশারফ হোসেন (২২) নামে এক ব্যাটারি চালিত অটোরিকশা চালক। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর চেষ্টাকালে শনিবার রাত ৯টার দিকে মারা যান তিনি। এমনি ঘটনা ঘটেছে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায়। নিহত অটোরিকশা চালক মোশারফ উপজেলার বাকলজোড়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মতি মিয়ার ছেলে।
অভিযুক্ত মো. নুর জামাল (২৪) তিনি একই উপজেলার বরজান গ্রামের মৃত ফটিক মিয়ার ছেলে। তিনিও পেশায় অটোরিকশা চালক।
জানা যায়, নিহতের বাবা মতি মিয়ার ব্যাটারি চালিত অটোরিকশা মাঝে মধ্যে তিনি ও তার ছেলে মোশারফ চালান। তাদের অবর্তমানে সময়ে সময়ে নুর জামাল ভাড়া নিয়ে এ অটোরিকশাটি চালান। এ সুবাধে মোশারফ ২০ টাকা পেত নুর জামালের কাছে। গত ১৯ আগস্ট (বৃহস্পতিবার) দুপুর ২টার দিকে পাইকপাড়া মোড়ে দেখা হয় নুর জামালের সাথে মোশারফের। অটোরিকশা ভাড়া বাবদ ২০ টাকা চাওয়াকে কেন্দ্র করে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে নুর জামাল মোশারফের বাম কানের নিচে ঘাড়ে এলাপাথারী চরথাপ্পর ও ঘুষি মারেন। আঘাতের স্থানে ব্যাথা ও যন্ত্রণা নিয়ে বাড়িতে রাত্রি যাপন শেষে পরের দিন শুক্রবার দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে আসেন।
মোশারফ শারীরিকভাবে আরো অসুস্থ হয়ে পড়লে গত শনিবার রাত ৭টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফের চিকিৎসা নিতে আসেন। অবস্থার অবনতি হলে সেখানকার কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসকার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের চেষ্টাকালে রাত ৯টার দিকে মারা যান মোশারফ।
দুর্গাপুর থানার ওসি মো. শাহনুর-এ আলম জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে মৃতের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মৃতদেহের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। নিহতের পরিবারের পক্ষ এখনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে সে মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে জানান তিনি।