দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সীমান্তের দিক হতে আসার পথে ১০ বোতল ভারতীয় মদসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ অভিযানে এক তরুণ পালিয়ে গেলেও এ কাজে ব্যবহৃত তিনটি মোটর সাইকেল জব্দ করতে পেরেছে বিজিবি।

আটকরা হলেন- নেত্রকোনা পৌরশহরের দিলিপ বণিকের ছেলে গোপাল বণিক (২৪) ও সাইদ খানের ছেলে দুর্লভ খান (২৪)। আর কলমাকান্দা উপজেলার লেংগুরা ইউনিয়নে শিবপুর গ্রামের শেখ সোহেল (২২) নামে এক তরুণ পালিয়ে যেতে সক্ষম হন।

শনিবার (২১ আগস্ট) দিনগত রাত ১২টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম জাকারিয়া।

বিজ্ঞপ্তিতে তিনি জানান, কলমাকান্দা উপজেলার সীমান্তে লেংগুরা বিওপি (বর্ডার অবজারবেশন পোষ্ট) অবস্থিত। এ বিওপির ছয় সদস্যের বিজিবির একটি টহল দায়িত্ব পালন করছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার নং ১১৭২ হতে চার শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফুলবাড়ী নামক এলাকায় সীমান্তের দিক থেকে আসতে দেখে সন্দেহ হয় বিজিবির টহল দলের। শনিবার রাত ৮টার দিকে ধাওয়া করলে মোটর সাইকেল রেখে পালানো চেষ্টাকালে দুজনকে আটক করতে পারে বিজিবির সদস্যরা এবং একজন পালিয়ে যায়।

আটককৃতদের দেহ তল্লাশী করে ১০ বোতল ভারতীয় মদ পাওয়া যায়। এ কাজে ব্যবহৃত তিন মোটর সাইকেল জব্দ করা হয়। মোটর সাইকেলসহ জব্দকৃত মাদকের সিজার মূল্য ছয় লক্ষ পাঁচ হাজার টাকা। মাদকসহ এ সকল জব্দকৃত মালামাল এবং আটক দুজনকে কলমাকান্দা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version